বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও তিন দিনব্যাপী লোকজ মেলা।
সোমবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা কালেক্টর ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও নববর্ষ উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা কর্মসূচির আয়োজন করে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :