ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশ উৎসবের আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ তামান্না হুরায়রা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জোবায়ের হোসেন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম, একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস এবং তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নববর্ষের আনন্দে আজ সারা দেশ ভাসছে উৎসবের স্রোতে। এ দিনটি শুধু বাঙালির নিজস্ব সংস্কৃতির বহিঃপ্রকাশ নয়, বরং জাতীয় পরিচয়ের এক গর্বিত উচ্চারণ। এই দিনে বাঙালি জাতি প্রাণে প্রাণে জানান দেয় তার অস্তিত্বের কথা। বিশ্বকে জানিয়ে দেয়—আমি বাংলাদেশি, আমি বাঙালি; আমার আছে গৌরবের ইতিহাস। পহেলা বৈশাখ আমাদের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব, যা অতীতের সকল বেদনা ভুলে সামনে এগিয়ে চলার এক নবতর প্রেরণা দেয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :