বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইসার সভাপতিত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাঠপট্টি এলাকার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব মোস্তফা মিরাজ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন ও সদস্য সচিব আরিফ বকু, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজীব, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, এবং ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
শোভাযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে ফরিদপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আবহমান বাংলায় যুগ যুগ ধরে বাঙালির প্রাণের উৎসব হিসেবে পহেলা বৈশাখ পালিত হয়ে আসছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে আমরা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। তাদের নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :