পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। মবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত কালীগঞ্জ-পুবাইল-বাড়িয়া উন্নয়ণ ফোরামের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) গাজীপুর মহানগরের সার্বিক সহযোগিতায় উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদীর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে সকল শ্রেণীর পেশার মানুষকে। চিকিৎসা সেবায় থাকছে ফ্রি চিকিৎসা, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ফিজিওথেরাপি ও ডেন্টাল সেবাসহ অন্যান্য চিকিৎসা সেবা। এসময় এগার জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো.খায়রুল হাসান। উপজেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী আফতাব উদ্দিন ও মাওলানা বদিউজ্জামান, সাবেক সচিব শেখ মোতাহার হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সভাপতি অধ্যাপক ডাঃ মো. আমজাদ হোসেন, বক্তারপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মজিবুর রহমান, সেক্রেটারী মাওলানা সালাউদ্দিন, সেবা নিতে আসা নারী-পুরুষ, স্কুল কলেজের শিক্ষার্থী, সাংবাদিকসহ প্রমুখ।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। প্রতিটি নাগরিকের সুচিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও মানবতার কল্যাণ সাধনের জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :