নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ আছান নামে (৫০) একজন নিহত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আহসানউল্লাহ আছান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোবরার রাত সাড়ে দশটার দিকে বাড়ির পাশের নুর আলমের মালিকানাধীন ওষুধ ফার্মেসির সামনে বসেছিলেন আহসানউল্লাহ আছান। এসময় একটি মোটরসাইকেল নিয়ে হেলমেট পরিহিত তিনজন দুর্বৃত্ত ওই ফার্মেসির সামনে যান। পরে তাকে গুলি মোটরসাইকেলের একজন গুলি করে পালিয়ে যান। এতে আহসানউল্লাহ আছানের মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগে ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের সাথে কথা বলার পর ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :