নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের এটিম মাঠ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
শোভাযাত্রা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে শোভাযাত্রায় গরুর গাড়ি ও ঘোড়ার গাড়িও যুক্ত ছিল, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
পহেলা বৈশাখ বাঙালির নতুন জীবনের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে দিনটি সকলেই একত্রে আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। অতীতের গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় দিনটি পরিণত হয় বাঙালির সর্বজনীন লোকজ উৎসবে।
বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এক গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ও বিভিন্ন ভর্তা, নানান ধরনের মিষ্টান্ন, পাটজাত ব্যাগ ও হস্তশিল্পের দোকান, যা মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :