কালীগঞ্জ উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উপলক্ষে একটি বিশাল র্যালী উপজেলা চত্বর হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা হয়।
বৈশাখী সংগীত ‘‘এসো হে বৈশাখ” পরিবেশন, বৈশাখী মেলার উদ্বোধন, সাংষ্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রধানগণ, অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালীতে অংশগ্রহন করেন।
পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলাবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি আরও বলেন, সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সাথে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :