AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ পালিত হচ্ছে


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৩:০৮ পিএম, ১৪ এপ্রিল, ২০২৫
পিরোজপুরে নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ পালিত হচ্ছে

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ১৪৩২ বঙ্গাব্দ বরণে আনন্দ শোভাযাত্রা বের হয়। বাঙালি সংস্কৃতির বিভিন্ন অনুসঙ্গ নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। পরে সেখানে বর্ষ বরণের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পিরোজপুরের জেলা প্রসাশক মোহাম্মদ আশরাফুল আলম খান শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, কলেজ সমুহের অধ্যক্ষ-শিক্ষক ছাত্র-ছাত্রী, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

অনুষ্ঠান শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনের বৈশাখী মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান । ৭ দিন ব্যাপী বৈশাখি মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় নাগরদোলা, টয়ট্রেন,বিভিন্ন রাইডস সহ এ পর্যন্ত শতাধিক স্টল অংশ গ্রহন করছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!