শেরপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্ব একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়।
উক্ত শোভাযাত্রায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, পুলিশ মো. আমিনুল ইসলাম, সরকারী, আধা সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
শোভাযাত্রায় বাঙালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, গ্রামীন ঐতিহ্যবাহী পালকিসহ বাঙালীর নানা ঢংয়ের পোষাক পড়ে এবং নানা রঙের ব্যানার-ফ্যাস্টুন প্রদর্শণ করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথীগণ।
অপরদিকে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে তিন দিনব্যাপী গ্রমীণ লোকজ মেলা উদ্বোধন করা হয়। মেলায় লোকজ আসবাবপত্র, কারুশিল্পের পোশাক, শিশুদের খেলনা ও বিভিন্ন খাবারের স্টল বসে।
অনুরুপ ভাবে জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য ভাবে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :