AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


উজিরপুরে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন উজিরপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আ. মাজেদ তালুকদার মান্নান মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আ. খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মো. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, মোতালেব হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, শিক্ষক মো. মনিরুজ্জামান লিখনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিশেষভাবে উল্লেখযোগ্য, দীর্ঘ ১৭ বছর পর উপজেলার বিভিন্ন স্থানে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা বৈচিত্র্যময় সংস্কৃতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, “অতীতের গ্লানি ধুয়ে মুছে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে উজিরপুরকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!