AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে দুই গ্রামের সংঘর্ষে উত্তপ্ত রাজৈর, ১৪৪ ধারা জারি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
০৪:২৮ পিএম, ১৪ এপ্রিল, ২০২৫
মাদারীপুরে দুই গ্রামের সংঘর্ষে উত্তপ্ত রাজৈর, ১৪৪ ধারা জারি

মাদারীপুরের রাজৈর উপজেলায় পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক এ আদেশ জারি করেন।

১২ ঘণ্টার জন্য জারি হওয়া এই নিষেধাজ্ঞা দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত বলবৎ থাকবে। এই সময় রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা ও গোপালগঞ্জ গ্রামে সভা-সমাবেশ, শোভাযাত্রা, মাইক ব্যবহার ও যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। জরুরি সেবা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল থাকবে।

সংঘর্ষের পটভূমি:
২ এপ্রিল বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই কিশোর দলের মধ্যে বিবাদ শুরু হয়। পরদিন জোবায়ের খান নামে এক যুবককে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়, যার জেরে থানায় মামলা হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামে।

১২ এপ্রিল রাতে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরদিন আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয় এবং টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। দুটি পুলিশের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ, দোকান লুটপাট এবং অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “যেকোনো মুহূর্তে আবারো সংঘর্ষের আশঙ্কা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

 

 

একুশে সংবাদ//ই.ট//এ.জে

Shwapno
Link copied!