‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নিস্নানে শুচি হোক ধরা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয় লাঠি খেলা, নৃত্য পরিবেশনা, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, যা দিনব্যাপী উৎসবের আমেজ এনে দেয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় এক বর্ণাঢ্য র্যালি, যা বাসস্ট্যান্ড ও পৌর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। একই দিন সিংগাইর উপজেলা বিএনপির পক্ষ থেকেও পৃথক দুটি র্যালির আয়োজন করা হয়। একটি র্যালির নেতৃত্ব দেন আফরোজা খান রিতা এবং অন্যটির নেতৃত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এবং সিংগাইর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক বেণী মাধব সরকারের সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ মনোজ্ঞ পরিবেশনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আব্দুল্লাহ বিন শফিক, উপজেলা বিএনপির সভাপতি মো. আবিদুর রহমান খান রোমান, সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দিনব্যাপী এসব আয়োজন সিংগাইরবাসীর মধ্যে নববর্ষের আনন্দ ও ঐতিহ্যের রঙ ছড়িয়ে দেয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :