মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের নামকরণ ও কমিটি নিয়ে বিরোধের জেরে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বর্তমান মসজিদ কমিটি।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হযরত আলী ও আরব আলীর নেতৃত্বাধীন বর্তমান কমিটি। তারা প্রতিপক্ষ জহিরুল গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মো. শফিউদ্দিন। তিনি বলেন, "গত ১০ এপ্রিল আওয়ামী লীগ ঘনিষ্ঠ একটি পক্ষ মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে একটি সংবাদ সম্মেলন করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"
তিনি আরও বলেন, “২০২২ সালে তারা মসজিদের নাম পরিবর্তন করে ‘বড়বাড়ী শাহী জামে মসজিদ’ রাখে এবং নিজেদের ইচ্ছেমতো একটি কমিটি গঠন করে সন্ত্রাসী কায়দায় মসজিদটি দখল করে। এমনকি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মসজিদের ফান্ড থেকে ২ লাখ ৫৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়।”
শফিউদ্দিন আরও জানান, পরবর্তীতে মুসল্লিরা বিভক্ত হয়ে আলাদাভাবে দুই পাশে অস্থায়ী মসজিদ নির্মাণ করে নামাজ আদায় শুরু করেন। পরে সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিবারভিত্তিক গঠিত আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়, যা বর্তমানে মসজিদ পরিচালনা করছে।
তিনি বলেন, “মসজিদের প্রাথমিক দলিল অনুযায়ী ‘গাড়াদিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ’ নামেই এটি পরিচালিত হয়ে আসছে। মূল দ্বন্দ্ব কেবল নামকরণ ও কমিটি ঘিরে। অর্থ আত্মসাৎ বা জোরপূর্বক দখলের অভিযোগ সত্য নয়।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি শাকিল আহমেদ, সেক্রেটারি আরব আলী, কোষাধ্যক্ষ আতোয়ার রহমান প্রমুখ। এ সময় মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট গণ্যমান্য অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :