AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে তিতাস থানা পুলিশ


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৪:৪২ পিএম, ১৪ এপ্রিল, ২০২৫
হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে তিতাস থানা পুলিশ

কুমিল্লার তিতাসে স্বপন হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার জগতপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তিতাস থানার এসআই সুমন সরকার ও মো. মাহমুদুল, সঙ্গে ছিল পুলিশের একটি ফোর্স।

আটককৃতরা হলেন—উপজেলার ওমরপুর গ্রামের সামছুজ্জামানের দুই ছেলে মো. আসিফ (৩২) ও মো. রহিম বাবু (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর ওমরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. স্বপন ভূঁইয়া (৩৯) নামের এক যুবক খুন হন। এ ঘটনায় তিতাস থানায় হত্যা মামলা (নম্বর-০৫, তারিখ: ১৪/১১/২৪) দায়ের করা হয়, যার ধারাবলী ৩০২/৩৪ পেনাল কোড। আটক মো. আসিফ ওই মামলার এজাহারভুক্ত ১ নম্বর এবং তার ভাই রহিম বাবু ৪ নম্বর আসামি।

এ মামলায় এর আগে তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। এছাড়াও মামলার আরও আটজন এজাহারনামীয় আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন এবং আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, "স্বপন হত্যা মামলার দুই আসামিকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!