শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে ছিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং বৈশাখী মেলা।
উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে সকাল ৯টায় বের হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। তাঁর সঙ্গে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, থানা ওসি হাবিবুর রহমান, ওসি (তদন্ত) আবুল কাসেম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, মৎস্য কর্মকর্তা অনিক রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শোভাযাত্রায় আরও অংশ নেন সরকারি হাজী জালমামুদ কলেজ, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ, শাহরিয়া ফাযিল মাদ্রাসা, বিভিন্ন টেকনিক্যাল ও বিএম কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার উদ্বোধন করেন ইউএনও দীপ জন মিত্র। উপজেলা পরিষদ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
এছাড়া স্থানীয় হাজী জালমামুদ কলেজের আয়োজনে শিক্ষক মিলনায়তনে পান্তাভাত ও ঐতিহ্যবাহী বৈশাখী খাবার পরিবেশন করা হয়। কলেজ মাঠে বটতলায় বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বার্সেদ, উপাধ্যক্ষ মো. আলতাব আলীসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে উপজেলার জালালপুর পোদ্দারবাড়ি ও ডাকাতিয়াকান্দা গ্রামের ২ নম্বর নকলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :