নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নজিপুর পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানটি উপভোগ করেন শতাধিক দর্শক-শ্রোতা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :