বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) নানা বর্ণাঢ্য আয়োজনে উদযাপন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে আনন্দ শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রশাসনিক ভবন প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। নতুন বছর আমাদের জন্য নতুন স্বপ্ন, নতুন পথচলার আহ্বান নিয়ে আসে। পুরনো সব গ্লানি ভুলে এগিয়ে যাওয়ার দিন আজ।”
তিনি আরও বলেন, “নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এ কামনা করি। আমরা যেন সবাই মিলে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, নতুন বছরে এটাই হোক আমাদের অঙ্গীকার।”
পরে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা ক্যাম্পাস থেকে শুরু হয়ে সিও অফিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের সদস্যরা।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাট্যাংশসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানে পিরোজপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :