ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের প্রতি অভিমান করে নাহিদ বিশ্বাস (১৭) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার বেলবানা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নাহিদ বিশ্বাস স্থানীয় মোস্তাক আহমেদের ছেলে এবং একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ সম্প্রতি পরিবারের কাছে একটি মোটরসাইকেল কেনার দাবি করে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে তার অভিভাবকরা তাতে রাজি হননি। এতে অভিমান করে নাহিদ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, “বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি এবং আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হই। নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।”
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। নাহিদের সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :