পহেলা বৈশাখে নরসিংদী জেলাবাসী মেতে উঠেছে উৎসব আর আনন্দ আয়োজনে। এ উপলক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
সকাল সাড়ে ৮ টায় নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ থেকে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী ও পুলিশ সুপার আব্দুল হান্নানের নেতৃত্বে শোভাযাত্রাটি কোর্ট রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণি-পেশার সকল বয়সী মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বর্ষবরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা ও লোকজ সংস্কৃতি প্রদর্শনী। এছাড়া দিনব্যাপী মেলা, দেশিয় নানা খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :