শেরপুরে কলেজ শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ৫টি বাস উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগটি শিক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া হয়েছে যাতে তারা নিরাপদ ও নিয়মিতভাবে কলেজে যাওয়া-আসা করতে পারে। বাংলা নববর্ষ ১৪ এপ্রিল (সোমবার) দুপুরে আনুষ্ঠানিক ভাবে শেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে বাসগুলো উদ্ধোধন করা হয় ৷
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দিন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মামুন, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আলী হাসান, কলেজের প্রশাসনিক কর্মকর্তাগণ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ৷
এসময় বক্তারা বলেন- এই বাসগুলো নির্ধারিত রুট অনুযায়ী চলবে এবং শিক্ষার্থীরা নামমাত্র ভাড়ায় এসব বাস ব্যবহার করতে পারবে। প্রতিটি বাস নির্ধারিত রুটে কলেজ শুরুর সময় শিক্ষার্থীদের কলেজে নিয়ে আসবে এবং ছুটির পর নিজ নিজ রুটে ফেরত নিয়ে যাবে। এই সুবিধা পেতে শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।এমন উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও স্বস্তিদায়ক করে তুলবে বলেও আশা করা হচ্ছে।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দের ঢেউ বইছে।এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই জানিয়েছেন, আগে সময়মতো গাড়ি না পাওয়াতে সঠিক সময়ে ক্লাস করতে না পেরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানার থেকে বঞ্চিত হতে বাধ্য হয়েছি ৷ যা পরবর্তীতে বিভিন্ন উপায়ে সংগ্রহ করতে হয়েছে ৷ এখন কলেজ বাস থাকায় সে কষ্ট অনেকটাই লাঘব হবে বলে ও জানিয়েছেন ৷
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মুফতি ফজলুল হক৷
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :