চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি মো. হেলাল উদ্দিন মানিককে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গোপন সূত্রে জানা যায়, পলাতক আসামি মানিক কক্সবাজারে এক ব্যক্তির আশ্রয়ে দিনমজুরের কাজ করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৯ মার্চ (রবিবার) ভোরে পারিবারিক কলহের জেরে হেলাল উদ্দিন মানিক নিজ শাশুড়ি রশিদা খাতুনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। ঘটনার দিন ভোরে স্ত্রীর সাথে ঋণের টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তার স্ত্রী নারগিছ আকতার চাকরিতে চলে গেলে মানিক শাশুড়িকে একা পেয়ে নির্মমভাবে হত্যা করে। প্রতিবেশীরা চিৎকার শুনে এসে বাড়ির পাশে জমিতে রশিদা খাতুনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার পরপরই মানিক পালিয়ে যায়।
পুলিশ জানায়, বিয়ের পর থেকেই মানিক ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। মানিক জুয়ায় আসক্ত ও ঋণগ্রস্ত হয়ে পড়েন। স্ত্রীর বেতনের টাকা দিয়েই সে ঋণ পরিশোধ করতেন। এ নিয়ে দাম্পত্য কলহ তীব্র হলে হত্যার ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :