চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিশেষ বৈঠক সোমবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকটি গভীর রাত পর্যন্ত চলে।
বৈঠকে আগামি ৩ মে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এ উপলক্ষে আগামী ২০ এপ্রিল ঢাকায় হেফাজতের মজলিসে আ’মেলা তথা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় কমিটির সব দায়িত্বশীল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ বৈঠকে বলেন, আসন্ন কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে কেন্দ্রীয় পরিকল্পনাগুলো সুসংগঠিত ও কার্যকর করা অপরিহার্য। এ লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিশেষ এ বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমীর মুফতী জসিম উদ্দীন, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আইয়ুব বাবুনগরীসহ কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের আরও অর্ধশতাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন—মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী হারুন ইজহার, মাওলানা নাসির উদ্দীন মনির, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী বশিরুল্লাহ, মুফতী জাবের কাসেমী, মাওলানা মনির হুসাইন কাসেমী, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আলী আকবার কাসেমী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হুসাইন, মাওলানা নিজাম সাঈদ প্রমুখ।
হেফাজত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের বার্তা সারাদেশে আরও জোরালোভাবে পৌঁছে যাবে।
একুশে সংবাদ///র.ন
আপনার মতামত লিখুন :