নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা বাজারে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২২) দোকানে ডেকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে দোকানি উলফাত মোল্যাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত রোববার (১৩ এপ্রিল) বিকেলে। ঘটনার পরদিন সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণী বাজারে কেনাকাটা করতে গেলে উলফাত তাকে তার দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি মানসিক প্রতিবন্ধী হওয়ায় তিনি প্রতিরোধ করতে পারেননি। ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করলে তা জানাজানি হয়।
পরে রাতেই বাজারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বৈঠকে বসেন এবং অভিযুক্ত উলফাতকে ২ লাখ টাকা জরিমানা করে তিন দিনের মধ্যে পরিশোধের শর্তে বিষয়টি আপসে মিটিয়ে ফেলার চেষ্টা করেন। তবে ভুক্তভোগীর পরিবারকে সেই সালিশে ডাকা হয়নি বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর চাচা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইজ্জত তো গেলই, টাকা দিয়ে কী হবে? আমাদের কোনো মতামত ছাড়াই বিচার করলো!”
অন্যদিকে অভিযুক্তের পরিবারের দাবি, উলফাত নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে। অভিযুক্তের ভাতিজি বলেন, “চাচা নির্দোষ। ২ লাখ টাকার মীমাংসা হওয়ার পরও পুলিশ-সাংবাদিক কেন বাড়িতে আসছে, সেটা আমাদের বুঝতে কষ্ট হচ্ছে।”
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, “ঘটনার প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযুক্ত উলফাত মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :