বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যহীন সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় বাংলা ১৪৩২ বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়া হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকাল ৮ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ বর্র্ষবরন অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্তর থেকে বাংলা বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরেে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ষবরণ অনুষ্ঠানে উপজেলা নিবৃাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সঙ্গে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত।
তিনি আরও বলেন, বাঙালি আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এ বছর মোল্লাহাটবাসী স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য মোল্লাহাটবাসীসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ধন্যবাদ জানান উপজেলা নিবৃাহী অফিসার। এ সময় তিনি বৈষম্যহীন সাম্য ও সম্প্রীতির এবং অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :