সড়কে শৃঙ্খলা ফেরাতে চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক বিভাগ নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট, দুর্ঘটনা এবং প্রাণহানীর মতো ঘটনায় রোধকল্পে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শহীদ হাসান চত্ত্বর পুলিশ বক্সে ইজিবাইক চালকদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পথচারীদের দুর্ভোগ লাঘব, ট্রাফিক আইন সম্পর্কে চালকদের সচেতন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
প্রশিক্ষণে ইজিবাইক চালকদের রাস্তায় চলাচলের নিয়ম-কানুন, ট্রাফিক সিগন্যালের ব্যবহার, দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং সুশৃঙ্খল ড্রাইভিংয়ের গুরুত্ব বিষয়ে ধারণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন টিআই (প্রশাসন) মো. আমিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম সারওয়ার খাঁন, হাসান মল্লিক এবং সার্জেন্ট নবাব আলী প্রমুখ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে চলবে এবং অন্যান্য চালক শ্রেণিকেও পর্যায়ক্রমে এর আওতায় আনা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :