সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল টেকনোলজিস্ট রাজু আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) তাকে কারণ দর্শানোর নোটিশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল।
২০০৫ সালের ৬ মার্চ হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল টেকনোলজিস্ট হিসেবে যোগ দেন রাজু আহমেদ। কয়েক বছর ধরে হাসপাতালের সরকারি কোয়ার্টারে ব্যক্তিগত চেম্বার খুলে রোগীদের দাঁতের বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছিলেন তিনি৷ হাসপাতালে আসা রোগীদের ভালো সেবা দেওয়ার কথা বলে নিয়ে যেতেন চেম্বারে। রোগী আসলে অফিস সময়েও চেম্বারে রোগী দেখতেন। নিয়ম বহির্ভূত হলেও এমন কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।
এ বিষয়ে গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রাজু আহমেদকে শোকজ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল। নোটিশে দুই কর্মদিবসের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। এছাড়া, এক কর্মদিবসের মধ্যে কোয়ার্টারে থাকা চিকিৎসার যাবতীয় সরঞ্জাম, যন্ত্রপাতি ও ওষুধ অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, ডেন্টাল টেকনোলজিস্ট রাজু আহমেদকে শোকজ করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে তাকে এ বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি এক কর্মদিবসের মধ্যে তাকে কোয়ার্টার থেকে দাঁতের চিকিৎসার যাবতীয় সরঞ্জাম অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :