গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, রসুলপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক রবিউল ইসলাম, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ইদিলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান এবং সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাদুল্লাপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে মাদক, জুয়া, যানজট নিরসন, বাজার মনিটরিংসহ সামগ্রিক বিষয়ে গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :