চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এএসআই তোরগুল হাসান সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন—পুরাতন বাস্তুপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হক (৪২), দুর্গাপুর গ্রামের পশ্চিমপাড়ার আজিবর রহমানের ছেলে আব্দুল আলিম (৩০) এবং ঠাকুরপুর গ্রামের পশ্চিমপাড়ার নুরুল ইসলামের ছেলে ডালিম (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের পূর্বপাড়ায় জনৈক হক সাহেবের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনজন মাদককারবারিকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :