AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলছিটিতে পহেলা বৈশাখে গ্রামীণ খেলায় উৎসুক জনতার ঢল


Ekushey Sangbad
নলছিটি উপজেলা, ঝালকাঠি প্রতিনিধি
০৫:৫১ পিএম, ১৫ এপ্রিল, ২০২৫
নলছিটিতে পহেলা বৈশাখে গ্রামীণ খেলায় উৎসুক জনতার ঢল

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বারানি বাজার সংলগ্ন মাঠে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার। পহেলা বৈশাখ, সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই আয়োজনে ছিল বোতল খেলা, সাবান খেলা, তেলমাখা কলাগাছে ওঠা (গাছ বাওয়া), এবং সন্ধ্যার পর চোখ বেঁধে হাঁস ধরার প্রতিযোগিতা।

এই আয়োজনে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও উৎসুক জনতার ঢল নামে। মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সব বয়সী মানুষ আনন্দে মেতে ওঠেন। শিশু-কিশোর, যুবক থেকে শুরু করে বৃদ্ধরাও গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজনে ছিলেন সমানভাবে অংশগ্রহণকারী ও দর্শক।

প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল লতিফ মোল্লা। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতা মনির জমাদ্দার, সুমন হাওলাদার, মিজান শরীফ প্রমুখ।

খেলা দেখতে আসা দর্শনার্থী আব্দুর রাজ্জাক বলেন, “এ ধরনের আয়োজন এখন আর খুব একটা দেখা যায় না। ছোটবেলায় এমন খেলাধুলায় নিজেই অংশ নিয়েছি। আজ আবার তা দেখে যেন শৈশবের দিনগুলো ফিরে পেলাম। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এমন আয়োজন বারবার দরকার।”

আরেক দর্শনার্থী সামিয়া আক্তার বলেন, “শহরের কোলাহল থেকে বেরিয়ে গ্রামের এমন প্রাণবন্ত পরিবেশে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে শিশুরা যেভাবে আনন্দ করছে, সেটা সত্যিই মন ছুঁয়ে যায়। পহেলা বৈশাখের আনন্দ এভাবেই ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে।”

এই ধরনের আয়োজন শুধু বৈশাখী উৎসবকে প্রাণবন্ত করে তোলে না, বরং বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেও বিবেচিত হয়।

আয়োজক কমিটিতে ছিলেন মো. মিলন সিকদার, মো. মিরাজ সিকদারসহ আরও অনেকে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!