ভোলার ২২ লাখ মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সংগঠন ‘জার্নালিস্ট ফোরাম, ভোলা’-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্বীপ জেলা ভোলার ২২ লাখ মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলার একমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ২০১৯ সালে উন্নীত করা হলেও এখনো ১০০ শয্যার জনবল দিয়েই পরিচালিত হচ্ছে। ফলে চিকিৎসাসেবা ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে।
বর্তমানে হাসপাতালে ৬০টি পদের মধ্যে মাত্র ২৩ জন চিকিৎসক কর্মরত আছেন। ৩৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। এর মধ্যে রয়েছে:
১ জন তত্ত্বাবধায়ক
৭ জন সিনিয়র কনসালট্যান্ট
১০ জন জুনিয়র কনসালট্যান্ট
৪ জন অ্যানেসথেটিস্ট
১ জন রেডিওলজিস্ট
২ জন ইমার্জেন্সি মেডিকেল অফিসার
৭ জন রেজিস্ট্রারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ।
এছাড়া জেলাজুড়ে আরও ১৩৫টি চিকিৎসক পদের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসক নেই বলে জানা গেছে।
চিকিৎসা সেবার বেহাল চিত্র তুলে ধরে বক্তারা বলেন, পুরাতন ভবনে গড়ে প্রতিদিন ৩৬০ জন রোগী ইনডোরে চিকিৎসা নিচ্ছেন। শিশু ইউনিটে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি হওয়ায় অনেক শিশু মেঝেতে চিকিৎসা নিচ্ছে। একেকটি বেডে ৪-৫ জন শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। এতে শিশুরা নতুন রোগে সংক্রমিত হচ্ছে।
তারা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহলের কারণে সেই দাবি উপেক্ষিত হচ্ছে।"
মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘জার্নালিস্ট ফোরাম, ভোলা’র সভাপতি শাহীন কাদের। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি এম শাহরিয়ার ঝিলন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সুজনের সভাপতি মোবাশ্বিরুল্লাহ চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জিয়া পরিষদের সদস্য সচিব আকবর হোসেন, ইসলামী আন্দোলনের সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ওমর ফারুক, মনিরুল ইসলাম, এম হেলাল উদ্দিন, কামাল হোসেন শাহীন, এম শাহরিয়ার, বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয় বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার, জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও জেলা পুলিশ সুপার শরীফুল ইসলামের মাধ্যমে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে জনবল সংকট নিরসন, চিকিৎসা সেবা উন্নয়ন এবং পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :