যশোরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাত ১টার দিকে সদর উপজেলার চাঁচড়া রায়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম রাব্বিল হোসেন মানিক (২৪)। তিনি যশোর সদরের শংকরপুর ইছাহাক সড়কের বাসিন্দা হিরুজুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁচড়া রায়পাড়া এলাকায় অস্ত্রের মহড়া চলছে। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মানিককে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক মানিকের বিরুদ্ধে নিজস্ব বাহিনী গড়ে তোলা, এলাকাবাসীকে ভয়-ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :