AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বই দেখে পরীক্ষা দিলো শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
০৭:০৪ পিএম, ১৫ এপ্রিল, ২০২৫
বই দেখে পরীক্ষা দিলো শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বই দেখে উত্তর লেখার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) নারান্দিয়ার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল (ভোকেশনাল)-এ অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় বই দেখে পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, আজকে সকালেই বিষয়টি জানতে পারি। বাংলা প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় যে ঘরগুলোতে শিক্ষকরা ডিউটিতে ছিলেন তারা আর এসএসসি পরীক্ষায় ডিউটি করতে পারবেন না।

তিনি আরও বলেন, আজকের পরীক্ষার ডিউটিতে ওই শিক্ষকরা নেই। এখন আমরা একটি কমিটি করে দেব। তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। 

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Shwapno
Link copied!