AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলায় মুখর মুকসুদপুর


বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলায় মুখর মুকসুদপুর

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে বসেছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বাংলা বছরের প্রথম দিনকে কেন্দ্র করে চৈত্রের শেষভাগ থেকেই প্রস্তুতি শুরু হয়, আর পয়লা বৈশাখে রূপ নেয় উৎসবের রঙিন ছোঁয়ায়।

প্রতি বছরের মতো এবারও সোমবার (১৫ এপ্রিল) শুরু হয়েছে বহুগ্রাম হাই স্কুল মাঠে আয়োজিত মেলা, যা স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় ও সংস্কৃতিসমৃদ্ধ একটি আয়োজন হিসেবে পরিচিত।

মেলার চারপাশ জুড়ে রয়েছে নানা ধরনের দোকানপাট ও স্টল। স্থানীয় কৃষিজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত সামগ্রী, কারুশিল্প এবং মৃৎশিল্পের মনোমুগ্ধকর প্রদর্শনী যেন গ্রামীণ ঐতিহ্যের সংরক্ষিত এক রূপ। শিশুদের জন্য রয়েছে খেলনা, নারীদের সাজসজ্জার সামগ্রী এবং খাবারপ্রেমীদের জন্য রয়েছে চিড়া, খই, মুড়ি-মুড়কি, বাতাসা ও নানাবিধ মিষ্টান্ন সামগ্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, এই মেলা শুধু কেনাবেচার জায়গা নয়; বরং এটি একটি সামাজিক মিলনমেলা। পুরোনো দুঃখ ভুলে নতুন করে পথচলার আনন্দের নামই বৈশাখী মেলা। নতুন ফসল ঘরে তুলেই কৃষকেরা এই উৎসবে অংশ নেন, তাই এটি তাদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ।

গ্রামীণ ঐতিহ্যের এই বৈশাখী মেলা প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু বিনোদন নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়ের অন্যতম বাহক হিসেবে রয়ে গেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!