AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে আবারও অগ্নিসংযোগ, তদন্তে প্রশাসন


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৮:০৮ পিএম, ১৫ এপ্রিল, ২০২৫
সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে আবারও অগ্নিসংযোগ, তদন্তে প্রশাসন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি পঞ্চগড়ের সাতখামার এলাকায় আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে বোদা পৌরসভার দক্ষিণ সাতখামার এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির প্রাচীর সংলগ্ন খড় ও খড়ি রাখার ঘরে আগুন লাগে। বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, ঘরটি পুড়ে যায়। প্রায় ১০ বিঘা জমির খড় সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে বলে জানায় পরিবার। আগুনের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

ঘটনার পর সাদ্দাম হোসেনের পরিবারের সদস্যরা জানান, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাদ্দামের মা আনোয়ারা বেগম বলেন, “মধ্যরাতে হঠাৎ করে আগুন দেখা দেয়। প্রতিবেশীদের চিৎকারে আমরা ঘর থেকে বের হই। ফায়ার সার্ভিস না এলে সব শেষ হয়ে যেত।”

বোদা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, “টিনশেডের খড় রাখার ঘরে আগুন লাগে। আগুনে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সঠিক উৎস এখনো জানা যায়নি।”

এ বিষয়ে আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার বলেন, “বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, এটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা।”

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্টও বিক্ষুব্ধ জনতা সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল। তখন পুরো বাড়ি পুড়ে গিয়েছিল। পরে বাড়ির কিছু অংশ মেরামত করে পরিবারটি বসবাস শুরু করে। কিন্তু আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। সাদ্দামের পরিবারের দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় হওয়া দরকার।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!