জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাহিদ ফজল বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়েছে, পঞ্চানন বিশ্বাস এমপি ও হুইপ থাকার সময় অসাধু উপায়ে তার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ১ কোটি ৬ লাখ টাকার সম্পদ অর্জন করেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক এই জনপ্রতিনিধির নামে স্থাবর সম্পদের পরিমাণ ৪৯ লাখ ২৩ হাজার ৫৯০ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ৫১ লাখ ২২ হাজার ৫৭২ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৪৭ হাজার ১৬২ টাকা।
অন্যদিকে অনুসন্ধানকালে পঞ্চানন বিশ্বাসের আইনসম্মত আয়ের পরিমাণ পাওয়া যায় ৩ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৯১৭ টাকা। একই সময় তার পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয়ের হিসাব দাঁড়ায় ১ কোটি ৪১ লাখ ৮২ হাজার ১৬৯ টাকা। সব ব্যয় বাদ দিয়ে তার হাতে থাকা নিট আয় বা সঞ্চয় ছিল ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭৪৮ টাকা।
এই হিসাবে দেখা যায়, তার ঘোষিত আয়ের সঙ্গে বাস্তবে অর্জিত সম্পদের মধ্যে ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার অসঙ্গতি রয়েছে। দুদক মনে করছে, এই পরিমাণ অর্থ অবৈধভাবে অর্জিত এবং তা তিনি নিজের নামে রেখে অপরাধ করেছেন।
মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত তদন্তের মাধ্যমে এ মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের উচ্চপদস্থ ব্যক্তিদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে এ মামলার ঘটনায় স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা দুদকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :