ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছাদের খার ডাঙ্গী গ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম তাফসান হোসেন (৬) ও লামিম আক্তার (১৪)। তাফসান স্থানীয় বাসিন্দা মুকুল ফকিরের ছোট ছেলে এবং লামিম একই গ্রামের জামাল ফকিরের মেঝ মেয়ে।
নিহতদের চাচাতো ভাই আলামিন (২০) জানান, দুপুরে পরিবারের অজান্তে তারা বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্বজনেরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করলে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। এরপর বিকেল ৪টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান তাদের মৃত ঘোষণা করেন।
চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তিন ভাইয়ের মধ্যে তাফসান ছিল সবার ছোট, আর এক ভাই তিন বোনের মধ্যে লামিম ছিল মেঝ।
এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :