ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির অন্তর্ভুক্ত প্রায় ৮০ বস্তার বেশি সরকারি চাল জব্দ করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রামে শরীফ মিয়ার বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দ করা চালগুলো ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম সংগ্রহ করে শরীফ মিয়ার বাড়িতে গোপনে মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :