AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ


পার্বতীপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র সংস্কার পরিকল্পনা ও আগামী বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি নিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। তিনি পায়ে হেঁটে মোমিনপুর ইউনিয়নের ভবের বাজার, যশাই মোড়, যশাইহাটসহ বিভিন্ন স্থানে সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেন।

এর আগে তিনি একই ইউনিয়নের হয়বৎপুর ডাঙ্গাপাড়ায় শহীদ মাসুদ রায়হানের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তিনি নীলকুঠির ডাঙ্গা রোডকে শহীদ মাসুদ রায়হান রোড নামে ঘোষণা দেন।

লিফলেট বিতরণকালে তার সঙ্গে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মোমিনপুর ইউনিয়ন বিএনপি এবং ফুলবাড়ী বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝেও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে যশাই বালিকা দাখিল মাদ্রাসা মাঠে মোমিনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী মাস্টার। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন নাহিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। তিনি বলেন, “প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে ভবিষ্যতের বাংলাদেশ হবে সুখী, সুন্দর ও সমৃদ্ধিময়।”

সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম (ডাক্তার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মতি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সাদো, পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মানজুর রশীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশীদ সংগ্রাম এবং পৌর কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী গোলাপ।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!