সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে স্থানীয়ভাবে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) চামরদানী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বরাবর লিখিত আবেদন করেন। এ সংক্রান্ত অনুলিপি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবরও প্রেরণ করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, মধ্যনগর উপজেলায় বলরামপুর, নোয়াগাঁও ও মহিষখলা—এই তিনটি দাখিল মাদ্রাসায় দুই হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। দীর্ঘদিন ধরে পরীক্ষা কেন্দ্র না থাকায় পরীক্ষার্থীদের ৩৫–৪০ কিলোমিটার দূরে ধর্মপাশা উপজেলার খয়েরদিরচর মাদ্রাসা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয়।
অত্র এলাকায় পর্যাপ্ত যানবাহনের অভাব, কাঁচা রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অনেকে বাধ্য হয়ে পরীক্ষার সময় অন্য উপজেলায় হোটেলে অবস্থান করে পরীক্ষায় অংশ নেয়। এতে অর্থনৈতিক চাপ ও মানসিক যন্ত্রণা বেড়ে যায়।
এজন্য পরীক্ষার্থীদের দুর্ভোগ লাঘব, নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে বলরামপুর দাখিল মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্র স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ইউএনও উজ্জ্বল রায় বলেন, “আমরা একটি লিখিত আবেদন পেয়েছি। বলরামপুর মাদ্রাসায় কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে। আবার সীমান্ত ঘেঁষা মহিষখলা এলাকার মানুষও কেন্দ্রটি মাঝখানে স্থাপনের পক্ষে মত দিচ্ছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”
এলাকার সুধীজনরা বলছেন, বলরামপুরে পরীক্ষা কেন্দ্র স্থাপন হলে শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ সার্বিক সুবিধা নিশ্চিত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :