AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


ফরিদপুরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফরিদপুরের ঐতিহ্যবাহী কানাইপুর বাজারের ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।

সড়কের উভয় পাশে এবং ফুটপাতে দোকান স্থাপন ও ব্যবসা পরিচালনার কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় ২ জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা প্রাপ্ত ব্যক্তিরা হলেন: কৃষ্ণ কুমার রায়, জীবন কুন্ডু তাদের বিরুদ্ধে সড়ক ও ফুটপাত দখল করে দোকান পরিচালনার অভিযোগ আনা হয়।

এছাড়াও: মাংস ব্যবসায়ী জাহিদ বিশ্বাস-এর বৈধ ব্যবসা লাইসেন্স না থাকায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!