রাজধানী ঢাকার টঙ্গী এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় মুক্তার হোসেন (৪২) নামে রাঙ্গুনিয়ার যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) ভোরে টঙ্গী ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদ নগর পশ্চিম পাড়া এলাকার মো. আবদুল্লাহর ছেলে।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, মুক্তার হোসেন ব্যবসার কারণে পরিবারসহ দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। সম্প্রতি তিনি ব্যবসায়িক কাজে নওগাঁ গিয়েছিলেন। বুধবার ভোরে নওগাঁ থেকে বাসায় ফেরার পথে টঙ্গী ফ্লাইওভারের উপর রাস্তা পার হতে গেলে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুক্তার হোসেন স্ত্রী ও দুই শিশুপুত্র রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবার কোনো মামলা করতে চায়নি। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :