ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেছেন, উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে। সরকারি-বেসরকারি প্রতিটি পর্যায়ে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই সমাজে সাম্য প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, “শুধুমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে নয়, মূলধারার উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতেই হবে। এজন্য ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।” তিনি ফরিদপুরকে প্রতিবন্ধীবান্ধব একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের ব্র্যাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে ব্র্যাক ও বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যাডভোক্যাসি নেক্সাস (বি-স্ক্যান) এর আয়োজনে “প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার উন্নয়নে সম্পৃক্তকরণ” শীর্ষক দিনব্যাপী এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আসাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম. আলী আহসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম. মঈনুল আহসান প্রমুখ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুদা হোসেইন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, এবং ব্লাস্ট-এর প্রতিনিধি শিপ্রা গোস্বামী।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ডিসঅ্যাবিলিটি ইউনিটের লিড জাহিদুল কবীর, এবং প্রবন্ধের ওপর আলোচনা করেন বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠনের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারীরা শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, চলাচলসহ নানা বিষয়ে প্রতিবন্ধীদের জন্য বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :