কুমিল্লার তিতাসে সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ আটক করেছে তিতাস থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে থানা পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ আসামীদের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত চম্পা বেগম এর বিরুদ্ধে ১০টি মাদক মামলা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে ডাকাতি মামলার একটি মুলতবি ওয়ারেন্টসহ ০৯টি মাদক ও ডাকাতি মামলা রয়েছে।
এবিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লাহ বলেন, “ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ এ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :