চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক ও যোগাযোগ উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক সাদিক কায়েম এই স্মারকলিপি উপস্থাপন করেন।
স্মারকলিপি গ্রহণ করে উপদেষ্টা ড. ফাওজুল কবির খান সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার ও ছয় লেনে উন্নীত করার নির্দেশনা প্রদান করেন।
স্মারকলিপিতে মহাসড়কের বর্তমান অবস্থা ও ছয় লেনে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে মোট নয়টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অগ্রাধিকার ভিত্তিতে ছয় লেনে উন্নীত করা।
দুর্ঘটনাপ্রবণ বাঁক (বিশেষ করে জাঙ্গালিয়া) নকশাগতভাবে পরিবর্তন করে নিরাপদ করা।
ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন ও পৃথক এক্সপ্রেস লেন চালু করা।
পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োগ এবং পর্যটন মৌসুমে বাড়তি ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু এবং বিপজ্জনক স্থানে ডিজিটাল সাইনবোর্ড ও ট্রাফিক লাইট স্থাপন।
মহাসড়কে লবণবাহী ট্রাক চলাচলের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন।
জনবসতিপূর্ণ এলাকায় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—নিরাপদ বাংলাদেশ চাই প্ল্যাটফর্মের মুখপাত্র রায়হান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক তারেকুজ্জামান, অ্যাক্টিভিস্ট ফরহাদ শাকিব এবং হোটেল রয়েল বীচের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আনোয়ার।
স্মারকলিপি প্রদান শেষে সাদিক কায়েম বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘদিন ধরে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। সরু ও অনুন্নত সড়কটি ক্রমবর্ধমান যানবাহনের চাপে বিপজ্জনক হয়ে উঠেছে। এজন্য আধুনিক ও নিরাপদ ছয় লেন সড়ক এখন সময়ের দাবি।”
এর আগে, গত ১১ এপ্রিল চট্টগ্রাম সিআরবি রেল ভবনে “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ” সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে অনুরূপ একটি স্মারকলিপি প্রদান করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :