AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরে মৎস্য বিভাগের অভিযান


আনোয়ারায় মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরে মৎস্য বিভাগের অভিযান

সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে চলতি বছরের ১১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে আনোয়ারা উপজেলা মৎস্য বিভাগ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বরফকল ও বিভিন্ন মাছঘাটে অভিযান পরিচালনা করেন আনোয়ারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ কোস্ট গার্ডের পিও তাজুল ইসলাম ও বাংলাদেশ নৌ-পুলিশ ফাঁড়ির প্রতিনিধি এএসআই রুবেল।

অভিযানকালে সাংগু মোহনা ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ১০০ মিটার ইলিশ জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কোস্ট গার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!