প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বিএনপির কাউন্সিল নির্বাচনে কাজী খায়রুজ্জামান শিপন সমর্থিত ফরিদ-মিলন-সেলিম প্যানেল বড় ব্যবধানে জয়লাভ করেছে।
বিজয়ীরা হলেন:
সভাপতি: শিকদার ফরিদুল ইসলাম (৩৩৪ ভোট)
সাধারণ সম্পাদক: আসাদুজ্জামান মিলন (৫১৩ ভোট)
সাংগঠনিক সম্পাদক: মো. সেলিম মোল্লা (২৮৭ ভোট)
বুধবার (১৬ এপ্রিল) এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান অতিথি ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবি এম ওবায়দুল ইসলাম, জেলা সমন্বয়ক এম এ সালাম এবং মনিটরিং টিম বাগেরহাট-৪ এর সদস্য নেয়ামুল নাসির আলাপ।
বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে পৌর শহরের ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় জেলা বিএনপি নেতা ও মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “এই বিজয় তৃণমূল নেতাকর্মীদের। তারা দলের জন্য নিবেদিতপ্রাণ, ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছেন।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :