চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল এলাকায় হালদা নদীতে বাঁশের সাঁকো থেকে মোটরসাইকেলসহ পড়ে নিখোঁজ হওয়া সদ্য বিবাহিত প্রবাসী যুবক মঞ্জু অবশেষে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণ্যহাটের সিদ্ধাশ্রম সংলগ্ন হালদা নদী পার হওয়ার সময় মোটরসাইকেল চালিয়ে বাঁশের সাঁকো অতিক্রম করার সময় তিনি নদীতে পড়ে যান।
মোটরসাইকেলে থাকা অপরজনকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করলেও মঞ্জু নিখোঁজ ছিলেন। দীর্ঘ তল্লাশির পর রাত ২টা ২০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
মঞ্জু উপজেলার পাঁচপুকুরিয়া চন্দ্রঘোনা এলাকার আব্দুল ইসলামের একমাত্র সন্তান। কিছুদিন আগে তিনি দুবাই থেকে ফিরে বিয়ে করেন। তার নববধূর হাতে মেহেদীর রং এখনো শুকায়নি, এরই মধ্যে না ফেরার দেশে চলে গেলেন মঞ্জু।
এ মর্মান্তিক ঘটনায় নববিবাহিত স্ত্রী, শোকার্ত মা-বাবা এবং এলাকাবাসী সবাই শোকাহত। হালদা নদীর পাড়জুড়ে কান্নার রোল পড়ে যায়। ঘটনাটি পুরো উপজেলায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :