বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও দলটির সহ-সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিমের সার্বিক সহযোগিতায়, ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ করেছে মুকসুদপুর উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এসজে মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের মাতুব্বর, সিনিয়র সহসভাপতি অন্তর শিকদার, সহ-সভাপতি রইচ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ঈছা, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, ছাত্রদল নেতা তারিক মাহমুদ (সাদ্দাম), আকিব মাহমুদ (রিফাত), সোহাগ মিয়া, মেহেদি মিয়া, সুমন মুন্সি, ইয়াসিন তালুকদার, সোহান মিয়া, অপু শেখ প্রমুখ।
ছাত্রদলের নেতারা জানান, পরীক্ষার্থীদের মাঝে কলম ও পানির বোতল বিতরণের মাধ্যমে তারা শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিতে চেয়েছেন এবং তাদের পরীক্ষায় সাফল্য কামনা করেছেন। এই উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে ও মানবিক মূল্যবোধ তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :