সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষকদের মাঝে মোট ৮৮৫টি কলম উপহার দিয়েছেন মোঃ রায়হান উদ্দিন সুহেল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিনি নিজ উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন।
মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সুহেল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এই কলম বিতরণ করেন।
মধ্যনগর বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে: ৩৬৫ জন পরীক্ষার্থী
বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে: ৩১৫ জন
দাতিয়াপাড়া লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে: ১৫২ জন
মোট পরীক্ষার্থী: ৮৩২ জন
শিক্ষক: ৫৩ জন
সর্বমোট: ৮৮৫ জনকে উপহার প্রদান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—হল সুপারভাইজার ও সমাজসেবা অফিসার তৌফিক ইসলাম,মধ্যনগর বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ নূরুল ইসলাম, বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোঃ জসীম উদ্দিন মোল্লা,গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুন আহমেদ প্রমুখ।
রায়হান উদ্দিন সুহেল জানান, “আমার এই ক্ষুদ্র উপহার শিক্ষার্থীদের মনোবল বাড়াবে এবং পড়ালেখায় আগ্রহ সৃষ্টি করবে বলেই আমার বিশ্বাস।”
তিনি মধ্যনগরের দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের রৌহা গ্রামের স্থায়ী বাসিন্দা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ, শালিসি দরবার এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একজন সমাজসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন। সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি যেন এলাকার মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারেন।
এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এরকম মানবিক কাজ চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :