নড়াইলের লোহাগড়ায় তিনশ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. হাসিব শেখ (৩২), তিনি লোহাগড়া থানার পাঁচুড়িয়া গ্রামের অলিয়ার শেখের পুত্র।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা বয়েজ স্কুল ফুটবল মাঠের পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ অহিদুর রহমান ও এএসআই (নিঃ) নাহিদ নেয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বুধবার (১৬ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে এবং জেলা পুলিশ মাদকমুক্ত নড়াইল গড়তে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :